ডিজাইন প্রিন্সিপাল কেনো প্রয়োজন হয়? | Design Principles A to Z । 8 Principles of Design । শিখি সহজে


ডিজাইন প্রিন্সিপাল কেনো প্রয়োজন হয়?

একটি ভালো ডিজাইন ও একটি খারপ ডিজাইন এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান গুলো হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল 


নিচের ডিজাইন গুলো আগে দেখুন। 


আরো কিছু ডিজাইন দেখি


 আচ্ছা আরেকটা দেখি


 উপরের ডিজাইন গুলো তো দেখলেন। কেমন লাগলো , সেটা জানার আগে।


নিচে আরে কিছু ডিজাইন দেওয়া হল। সেগুলো ভালোভাবে দেখুন।


আরো কিছু ডিজাইন দেখি



কোন ডিজাইন গুলি আপনার কাছে ভালো লেগেছে?


উপরের প্রথম ডিজাইন ডিজাইন গুলো ভালো না লাগার কারণ, এগুলিতে ডিজাইনার কি বুঝাতে চাচ্ছে সেটা বুঝতে কষ্ট হচ্ছে। বুঝতে পারছি না কোন লাইন টা আগে পড়তে হবে এবং কোন লাইনটা পরে পড়তে হবে।

সে আমাকে কোন কোন তথ্য দিতে চাচ্ছে সেটা বুঝতে কষ্ট হচ্ছে। তাই ডিজাইন গুলি আমাদের কাছে ভালো লাগছে না।


কিন্তু

দ্বিতীয় ডিজাইন গুলো ভালো লাগার কারণ হল , যে ম্যাসেজ বা ইনফরমেশন দিতে চাচ্ছে সেটি ক্লিয়ার।

আমরা সহজেই বুঝতে পারছি যে কোন লাইন গুলি আগে পড়তে হবে এবং কোন লাইন গুলি পরে পড়তে হবে।

আমাদের পড়তে এবং ইনফরমেশন বুঝতে যে ভাবে সহজ হবে, ডিজাইনার ঠিক সেভাবে উপস্থাপন করেছে।

তাই ডিজাইন গুলি আমাদের কাছে ভালো লাগছে।


Contrast – গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলিকে বড় বা ভিন্ন কালারে দেখানো হয়েছে।

Balance – দুই পাশে (ডানে এবং বামে) সমান পরিমান ইলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং উপরে ও নিয়েও তেমন সমান পরিমান ব্যবহার করার চেষ্টা হয়েছে।

Hierarchy – একটি তথ্য  থেকে অন্য তথ্য এর ভিতরে কিছুটা ফাকা জায়গা রাখা হয়েছে, যেনো তথ্য সুন্দর ভাবে পড়া যায়।

Alignment – লাইন সমান রেখে কাজ করার চেষ্টা করা হয়েছে।

Proximity

Repetition & Rhythm

White space

Simplicity


উপরে ৮ টা টপিক হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল, কিছু উদাহরণ দিয়ে দেখালাম, যে প্রিন্সিপাল কিভাবে ডিজাইন কে সুন্দর করতে পারে।


ডিজাইন প্রিন্সিপালকে সুন্দর ভাবে বুঝতে, আমাদের পরের Blog টা পড়েন। সেখানে আমরা ৮ টা টপিক নিয়ে সুন্দর ভাবে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগেবে।



আজকের Blog এতো দুরি, পরে Blog পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম








Post a Comment

Previous Post Next Post