বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লিখবো কিভাবে | বাংলা যুক্তবর্ণ লিখার কৌশল | How to type Bangla Jukto borno | Bijoy Banyanno

বিজয় কিবোর্ড সফটওয়্যার ব্যবহার করে বাংলা লিখবেন যেভাবে



১৬ ডিসেম্বর ১৯৮৮ সালে বিজয় কিবোর্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।


বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতিঃ-
কম্পিউটারে বিজয় সফটওয়ারটি সঠিক ভাবে ইন্সটল করার পর বাংলা লেখার জন্য কিবোর্ড পরিবর্তন করে বিজয় রুপান্তর করে নিতে হবে। তবে তার আগে একটি বাংলা ফন্ট নির্বাচন করতে হবে।

যেমন SutonnyMJ ফন্টটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে কিবোর্ড পরিবর্তন করতে হবে। এই ফন্ট সেটআপটি বাংলায় ঠিকমত কনভার্ট হয়েছে কিনা সেটি দেখতে Shift+F প্রেস করুন। যদি আপনার ফন্ট সেটআপটি ঠিক হয় তাহলে বাংলা বর্ণমালার প্রথম বর্ণদেখাবে।

বাংলা থেকে পুনরায় ইংলিশ ফন্টে আসতে হলে আবার Ctrl+Alt+B প্রেস করতে হবে এবং ফন্টকে ও পরিবর্তন করে যেকোন একটি ইংরেজি ফন্ট নির্বাচন করতে হবে। যেমন Calibri ফন্টটি সিলেক্ট করলে পুনরায় ইংলিশ টাইপ করা যাবে। এবার বিজয় কিবোর্ডের দ্বারা বাংলা বর্ণমালাসমূহ লেখার নিয়ম দেখি।

স্বরবর্ণ শব্দ লিখবেন যেভাবেঃ-

= Shift+F
= G+F
= G+D
= G+(Shift+S)
= G+S
= G+(Shift+S)
= G+A
= G+C
= G+(Shift+C)
= X
= G+(Shift+X)

ব্যঞ্জনবর্ণ শব্দ লিখবেন যেভাবেঃ-

= J
= Shift+J
= O
= Shift+O
= Q
= Y
= Shift+Y
= U
= Shift+U
= Shift+I
= T
= Shift+T
= E
= Shift+E
= Shift+B
= K
= Shift+K
= L
= Shift+L
= B
= R
= Shift+R
= H
= Shift+H
= M
= W
= V
= Shift+V
= Shift+M
= Shift+N
= N
= I
= P
= Shift+W
= Shift+/
= Shift+Q
= /
= Shift+7

অন্যান্য শব্দ লিখবেন যেভাবেঃ-

= F
ি = D
= Shift+D
= S
= Shift+S
= A
= C
= Shift+C
-কার = Shift+X
রেফ = Shift+A
হশন্ত = G
দাড়ি = Shift+G
-ফলা = Z
-ফলা = Shift+Z

যুক্তাক্ষর লিখবেন যেভাবেঃ-

ক্ত (+) = J+G+k ;     যেমনঃ তক্তা
ক্ষ (+) = J+G+(Shift+N) ;     যেমনঃ ক্ষমা
হ্ম (+) = I+G+M ;     যেমনঃ ব্রহ্মা
ক্ষ্ম (++) = J+G+(Shift+N)+G+M ;     যেমনঃ লক্ষ্মী
জ্ঞ (+) = U+G+(Shift+I) ;     যেমনঃ অজ্ঞ
ঞ্জ ( + ) = (Shift+I)+G+U ;     যেমনঃ গুঞ্জন
ঞ্চ ( + ) = (Shift+I)+G+Y ;     যেমনঃ চঞ্চল
ব্ব (+) = H+G+H ;     যেমনঃ আব্বা
ত্ত (+) = K+G+K ;     যেমনঃ মত্ত
ত্র = k+Z ;     যেমনঃ ত্রাণ
হৃ (+ ) = I+ ;     যেমনঃ হৃদয়
ঘু = (Shift+O)+S ;     যেমনঃ ঘুঘু
হু = I+S ;     যেমনঃ হুংকার
শু = (Shift+M)+S ;     যেমনঃ শুটকি
ক্র = J+Z ;     যেমনঃ ক্রন্দন
ন্ত্র = B+G+K+Z ;     যেমনঃ মন্ত্র
দ্ধ = L+G+(Shift+L) ;     যেমনঃ উদ্ধার
দ্ভ = L+G+(Shift+H) ;     যেমনঃ উদ্ভাবক
ক্স = J+G+N ;     যেমনঃ কক্সবাজার
ক্ম (+) = J+G+M ;     যেমনঃ রুক্মিণী
ক্ল = J+G+(Shift+V) ;     যেমনঃ ক্লাস
ঙ্গ (+) = Q+G+O ;     যেমনঃ অঙ্গন
চ্ছ = Y+G+(Shift+Y) ;     যেমনঃ যথেচ্ছা
ক্ক = J+G+J ;     যেমনঃ চক্কর
গ্ধ = O+G+(Shift+L) ;     যেমনঃ মুগ্ধ
গ্ম = O+G+M ;     যেমনঃ বাগ্মী
গ্র = O+Z ;     যেমনঃ গ্রাস
গ্ল = O+G+(Shift+V) ;     যেমনঃ গ্লাস
গ্রু = O+Z+S ;     যেমনঃ গ্রুপ
ঙ্ক (+) = Q+G+J ;     যেমনঃ অঙ্কন
ঙ্খ = Q+G+(Shift+J) ;     যেমনঃ শঙ্খ
জ্জ = U+G+U ;     যেমনঃ লজ্জা
দ্ম = L+G+M ;     যেমনঃ পদ্মা
জ্জ্ব = U+G+(Shift+I) ;     যেমনঃ উজ্জ্বল
ট্ট = T+T ;     যেমনঃ চট্টগ্রাম
ন্ঠ = (Shift+B)+G+(Shift+T) ;     যেমনঃ লণ্ঠন
ত্থ (+) = K+G+(Shift+K) ;     যেমনঃ অশ্বত্থ
ত্ম = K+G+M ;     যেমনঃ আত্ম
ত্ত্ব (++) = K+G+K+G+H ;     যেমনঃ তত্ত্বাবধায়ক
ত্রু = K+Z+S ;     যেমনঃ ত্রুটি
দ্রু = L+Z+S ;     যেমনঃ দ্রুত
ধ্রু = (Shift+L)+Z+S
ন্থ = B+G+(Shift+K) ;     যেমনঃ গ্রন্থ
ন্ব = B+G+H ;     যেমনঃ অন্বেষণ
ন্ম = B+G+M ;     যেমনঃ জন্ম
ন্ট্রা = B+G+T+Z+F ;     যেমনঃ কন্ট্রাক্টর
ন্ড্রু = B+G+K+Z ;     যেমনঃ এন্ড্রু
ন্দ্র = B+G+L+Z ;     যেমনঃ চন্দ্রিমা
ন্ধ = B+(Shift+L) ;     যেমনঃ অন্ধ
ব্ধ = H+G+(Shift+L) ;     যেমনঃ উপলব্ধি
ভ্রু = (Shift+H)+Z ;     যেমনঃ ভ্রমণ
ভ্রু = (Shift+H)+Z+(Shift+S) ;     যেমনঃ ভ্রুকটি
ম্ন = M+G+B ;     যেমনঃ নিম্ন
মপ্ল = M+G+R+G+V ;     যেমনঃ কমপ্লেইন
ল্কা = V+G+J+F ;     যেমনঃ হাল্কা
শ্ম = (Shift+M)+G+M ;     যেমনঃ শ্মশান
ষ্ক = (Shift+N)+G+J ;     যেমনঃ পরিষ্কার
ষ্ঠ = (Shift+N)+G+(Shift+T) ;     যেমনঃ সুষ্ঠু
ষ্প = (Shift+N)+G+R ;     যেমনঃ নিষ্পাপ
ষ্ফ = (Shift+N)+G+(Shift+R) ;     যেমনঃ নিষ্ফল
ষ্ট্র = (Shift+N)+G+T+Z ;     যেমনঃ রাষ্ট্র
ষ্ণ = (Shift+N)+G+(Shift+B) ;     যেমনঃ উষ্ণ
ষ্ম = (Shift+N)+G+M ;     যেমনঃ গ্রীষ্ম
স্থ = N+G+(Shift+K) ;     যেমনঃ অবস্থান
স্ত্র = N+G+K+Z ;     যেমনঃ অস্ত্র
স্ক্রু = N+G+J+Z+S ;     যেমনঃ স্ক্রু
স্ক্র = N+G+J+Z ;     যেমনঃ স্ক্রিন
স্প্ল = N+G+R+G+(Shift+V) ;     যেমনঃ স্প্লিন্টার
হ্ন = I+G+B ;     যেমনঃ বহ্নি
স্ফ = N+G+(Shift+R) ;    যেমনঃ স্ফীত
চ্ছ্ব = Y+G+(Shift+Y)+G+H ;    যেমনঃ উচ্ছ্বাস
হ্ব = I+G+H ;    যেমনঃ বিহ্বল


আরো চেষ্টা করেন করার জন্য ছকের গুলি ব্যবহার করেন। এই চেষ্টা করলেই আর আপনার সমস্যা থাকবে না।

বাংলা বর্ণ

যুক্ত অক্ষর

কী কোড
( “+”
মানে G হবে )

উদাহরণ (৫টি)

ক্ক

+

Ctrl + k + k

তাক্‌ (tak), তাকি (taki), তক্তি (takti), চক্কর (chokkor), সন্ত্রাস (sotrash)

ক্ত

+

Ctrl + k + t

তক্তি (takti), লক্ষ্য (lokkho), বক্তব্য (boktobbo), শাক্‌ (shak), সক্রিয় (sokriyo)

ক্র

+

Ctrl + k + r

ক্রয় (kroy), কৃষি (krishi), শক্তি (shokti), সৃষ্টি (srishti), ধ্রুব (dhrubo)

গ্ন

+

Ctrl + g + n

গণনা (gonna), গন্য (gonnyo), সংগঠন (songothon), গনতন্ত্র (gonotontro), গণনা (gonona)

ত্ত

+

Ctrl + t + t

সত্য (satya), সক্রিয় (sokriyo), তত্ত্ব (tattwo), স্তম্ভ (stombho), বুদ্ধত্ত্ব (buddhatto)

ত্ন

+

Ctrl + t + n

তন্তু (tantu), কঠিন (kothin), সংকট (sankot), তন্ন (tonno), অন্ত (ontor)

দ্র

+

Ctrl + d + r

দৃশ্য (drishyo), দ্রব্য (drobbo), দেশ (desh), দুর্বল (durbol), দল (dol)

দ্ব

+

Ctrl + d + w

দ্বার (dwaar), দ্বীপ (dwip), দ্বন্দ্ব (dwandwo), দ্বিগুণ (dwigun), দৃষ্টি (drishti)

ন্ম

+

Ctrl + n + m

গনম (ganm), সম্মান (sommman), নগ্ন (nagn), মানব (manob), সম্মুখ (somokkh)

ষ্ঠ

+

Ctrl + s + th

ষ্ঠান (sthan), ষ্ঠি (sthi), ষ্ঠতা (shtota), দৃষ্টান্ত (drishtanto), বদ্ধ ষ্ঠান (boddho sthan)

শ্চ

+

Ctrl + sh + ch

সংস্কৃতি (sanskriti), শ্চ (shch), অতিশ্চিত (otishchit), যথেষ্ট (jothesto), মহাশ্চর্য (mahashchorjo)

স্ন

+

Ctrl + s + n

স্নান (snan), স্নেহ (sneh), স্নাতক (snatak), স্নাতকোত্তর (snatokkottor), স্নিগ্ধ (snigdho)

হ্ম

+

Ctrl + h + m

হ্মাত (hmati), হ্ম (hm), সমাধান (somadhan), কৌশল (koushol), ধ্বংস (dhongsho)

ক্ষ

+

Ctrl + k + x

ক্ষতি (khoti), ক্ষুধা (khudha), ক্ষিপ্র (khipro), ক্ষণ (khon), ক্ষণস্থায়ী (khonsthayee)

ট্র

+

Ctrl + t + r

ট্রাক (truck), ট্রেন (tren), ট্রাইসাইকেল (tricycle), ট্রিপ (trip), ট্রান্সপোর্ট (transport)

ব্র

+

Ctrl + b + r

ব্রেক (break), ব্রত (broto), কবর (kobor), প্রতিব্রত (protibrot), পবিত্র (pobitro)

ক্ষ্ণ

+ +

Ctrl + k + x + n

ক্ষণ (khon), দৃষ্টিক্ষণ (drishti khon), তিরস্কৃত (tirskrito), ঘূর্ণন (ghurnon), খ্যাতি (khayati)

ফ্র

+

Ctrl + f + r

ফ্রিজ (fridge), ফ্রন্ট (front), ফ্রিকোয়েন্সি (frequency), ফ্রেঞ্চ (french), ফ্রি (free)

ল্য়

+

Ctrl + l + y

ল্য়াট (lyat), ল্য়ার (lyar), খেলায় (khelay), চাকুরী (chakuri), সংস্কৃত (sanskrit)

ঙ্ঘ

+

Ctrl + ng + gh

ঙঘাত (nghat), ঙঘ (ngho), অঙ্গর (ongor), চঞ্চল (chonchol), ঝাঁঝ (jhanjh)

শ্র

+

Ctrl + sh + r

শ্রদ্ধা (shroddha), শ্রেণী (shrenee), শ্রেষ্ঠ (shreshto), শ্রাবণ (shrabon), শ্রুতিমধুর (shrutimodhur)

ষ্ট্র

+ +

Ctrl + s + t + r

সষ্ট্র (sostro), অংশী (onsho), ষ্ট্রিং (string), কষ্ট্র (kestro), ষ্ট্রোপ (stroop)

ত্ব

+

Ctrl + t + w

সত্য (satya), শক্তি (shokti), ত্বক (twok), বুদ্ধত্ব (buddhatto), ত্বরণ (twaron)

জ্ঞ

+

Ctrl + j + g

জ্ঞান (gnan), বিজ্ঞান (biggan), পণ্য (ponno), মঞ্চ (moncho), অজ্ঞ (ogno)

ষ্ণ

+

Ctrl + sh + n

সৃষ্টিশীল (srishtishil), ষ্ণান (shnan), ষ্ণিপ্রাণ (shnipron), ষ্ণাতক (shnatok), ষ্ণাতকোত্তর (shnatokkottor)

ত্ম

+

Ctrl + t + m

সংগঠন (songothon), মিতব্যয়ী (mitbyoi), প্রবর্তন (proborton), মিত্র (mitro), নির্জন (nirjon)

ব্ধ

+

Ctrl + b + dh

শব্দ (shobdo), অবধি (obdhi), বন্ধ (bondho), বদ্ধ (bodho), প্রবদ্ধ (probodho)

স্ম

+

Ctrl + s + m

স্মৃতি (smriti), সম্মান (sommman), সম্মুখ (somokkh), স্মারক (smarok), স্মৃতিপট (smritipot)

শ্ল

+

Ctrl + sh + l

শ্লোক (shlok), শ্লেষ (shlesh), শ্লীল (shlil), শ্লাথ (shlath), শ্লেগ (shlog)

ত্ৰ

+

Ctrl + t + tr

ত্রাণ (tran), মিত্র (mitro), ক্ষেত্র (khetra), বিদ্যুৎ (bidyut), শত্রু (shotru)

ক্ষ্ম

ক্ষ +

Ctrl + k + m

ক্ষণ (khon), দৃষ্টিক্ষণ (drishti khon), তিরস্কৃত (tirskrito), ঘূর্ণন (ghurnon), খ্যাতি (khayati)

ব্ল

+

Ctrl + b + l

ব্লক (block), ব্লু (blue), ব্লাড (blood), ব্ল্যাক (black), ব্ল্যাকবোর্ড (blackboard)

ক্ল

+

Ctrl + k + l

ক্লাস (class), ক্লাসরুম (classroom), ক্লিপ (clip), ক্লিন (clean), ক্লিনিক (clinic)

প্ল

+

Ctrl + p + l

প্লেট (plate), প্লাস্টিক (plastic), প্লট (plot), প্ল্যান (plan), প্লাস্টার (plaster)

গ্র

+

Ctrl + g + r

গ্রাম (gram), গ্রুপ (group), গ্রাফ (graph), গ্রানাইট (granite), গ্রাহক (grahok)

ত্র

+

Ctrl + t + r

ত্রৈমাসিক (troymashik), ত্রুটি (troti), ত্রাণ (tran), ত্রিকোণমিতি (trigonometry), ত্রিকোণ (trikon)

ন্র

+

Ctrl + n + r

নৃত্য (nritto), নৃশংস (nrishongsho), নরক (norok), নরসিংহ (norsingho), নৃত্যশালা (nrityashala)

ড্র

+

Ctrl + d + r

ড্রাম (dram), ড্রপ (drop), ড্রাইভ (drive), ড্রাইভার (driver), ড্রেস (dress)

দ্রু

+ +

Ctrl + d + r + u

দ্রুতি (druti), দ্রুতি (druti), দ্রব্য (drobbo), দ্রাব্য (draby), দ্রষ্টব্য (droshyo)

প্প

+

Ctrl + p + p

পপ (pop), প্প (pp), পপুলার (popular), সিঙ্গাপুর (singapore), আপ (app)

প্র

+

Ctrl + p + r

প্রকৃতি (prokriti), প্রজন্ম (projno), প্রচেষ্টা (prochesta), প্রভু (probh), প্রধান (pradhan)

হ্ন

+

Ctrl + h + n

হ্নত (hno), সম্মান (somman), সম্মুখ (somokkh), উন্নয়ন (unnoyon), অধিকার (odhikar)

গ্ল

+

Ctrl + g + l

গ্লাস (glass), গ্লোব (globe), গ্লাভস (gloves), গ্লিম্পস (glimpse), গ্লিসারিন (glycerin)

ঙ্ক

+

Ctrl + n + k

চাঙ্ক (chunk), কাঙ্ক্ষিত (kankhito), ভঙ্গ (bhonggo), শঙ্কা (shonka), সংস্কৃতি (sanskriti)

দ্ধ

+

Ctrl + d + dh

শব্দ (shobdo), অবধি (obdhi), বন্ধ (bondho), বদ্ধ (bodho), প্রবদ্ধ (probodho)

খ্র

+

Ctrl + kh + r

খ্রিস্টান (khristan), খ্রিস্টানিজম (khristianism), খ্রুশ্চেভ (khrushchev), খ্রিস্টান ধর্ম (khristan dhormo), খ্রুশ্চেভবাদী (khrushchevbaadi)

ম্ন

+

Ctrl + m + n

ম্নী (mni), সম্মান (somman), সম্মুখ (somokkh), ম্নস্বন (mnoson), অগ্নিম্ন (agnimn)

স্প

+

Ctrl + s + p

স্পর্শ (sporsho), স্পিড (speed), স্পেশাল (special), স্পর্শকাতর (sporshokator), স্পষ্ট (sposhto)

ট্ট

+

Ctrl + t + t

ট্ট (tt), ট্টা (tta), ট্টেল (ttel), লস ট্টা (loss tta), শক্ত ট্ট (shokto tt)

সৃষ্ট

+ + +

Ctrl + s + r + s + t

সৃষ্টি (srishti), সৃষ্টিশীল (srishtishil), সৃষ্টিকর্তা (srishtikorta), সৃষ্টিরম্ভ (srishtirambho), সৃষ্টিরূপ (srishtirup)

স্থ

+

Ctrl + s + th

স্থির (sthir), স্থিতি (sthiti), স্থাপন (sthapon), স্থিতিশীল (sthitishil), স্থান (sthan)

ন্ব

+

Ctrl + n + b

ন্বী (nobi), সম্মান (somman), অবস্থা (obostha), সন্মান (sonman), সন্তান (shontan)

ত্রি

+ +

Ctrl + t + r + i

ত্রি (tri), ত্রিমুখী (trimukhi), ত্রিকোণ (trikon), ত্রৈমাসিক (troymashik), ত্রিশংকু (trishongku)

গ্ধ

+

Ctrl + g + dh

গ্ধ (gdh), শুদ্ধ (shuddho), সংগঠন (songothon), গৃহ (griho), ক্ষুধা (khudha)

ফ্ল

+

Ctrl + f + l

ফ্ল্যাট (flat), ফ্লেভার (flavor), ফ্লাইট (flight), ফ্লু (flu), ফ্লোর (floor)

ম্প

+

Ctrl + m + p

ম্প (mp), সম্পূর্ণ (sompurno), কম্পিউটার (computer), জম্প (jomp), সেম্প (semp)

অঙ্ক

+ +

Ctrl + o + n + k

অঙ্ক (onk), গাণিতিক (ganitik), অঙ্কন (onkon), আঁক (aank), অঙ্কুর (onkur)



Post a Comment

Previous Post Next Post